HSC Bangla 1st Paper MCQ Question Answer 2019 Dhaka Board

HSC Bangla 1st Paper MCQ Question Answer 2019 Dhaka Board


HSC Bangla 1st Paper MCQ Question Solution 2019 Sollution By.…………. HSC Bangla 1st Paper Exam Start 1st April, 2019, Exam Start Time 10:00AM, Exam Full Time 3:00 Hours. Marks Distribution of Bangla 1st Paper exam in HSC 2019 Full Marks 100, MCQ Part  Marks 30 And Written Part Marks 70 (3 Hours (40 Minutes for MCQ).Higher Secondary Certificate (HSC) Bangla 1st Paper Exam Question Solution 2019. HSC Bangla 1st Paper MCQ Question With Answer 2019. HSC 2019 Bangla 1st Paper MCQ Solution. Bangla 1st Paper MCQ Question Answer Sheet 2019.  HSC Bangla 1st Paper MCQ Question Solution of Dhaka, Chittagong, Rajshahi, Comilla, Barishal, Sylhet, Rangpur, Dinajpur, Madrasa Dakhil and Vocational All Education Board Of Bangladesh 2019.


০১| নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন?
উত্তর–(ক) সেন্ট হেলেনা দীপে
০২| তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না….তিনি বলতে “অপরিচিতা” গল্পে কাকে বুঝানো হয়েছে?
উত্তর–(ক) মামাকে

০৩| এক সময় কারা অসভ্য বর্বর ছিল?
উত্তর–(খ) ভারতবাসী

০৪| আহব্বান গল্পের বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কী?
উত্তর–(গ) বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তানস্নেহ

০৫| মাসি-পিসি গল্পে মাসি ও পিসি একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর–(ঘ)
i)দুজনেই বিধবা, ii)আহ্লাদিকে দেখা-শোনা,iii)নিজেদের বেঁচে থাকার সংগ্রাম।

০৬| গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?
উত্তর–(ক) বৃক্ষের মধ্যেই

০৭| আমার পথ”প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কী করে তুলছে?
উত্তর–(খ) I) নিষ্কৃয় iii) দাস

০৮| বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
উত্তর–(ক) চায়ের দোকানের মালিককে।
সবাইকে খবর দিতে বললে হতো মহিউদ্দীন।

০৯| “ল্যুভ” জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর–(ক) ফ্রান্সে

১০| রেইনকোর্ট গল্পে “রেইনকোর্ট”কিসের প্রতীক?
উত্তর–(গ) ii) দেশ প্রেমের, iii) মুক্তিযুদ্ধের

১১| গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়ার স্বামীর অস্বচ্ছলতার কারণে অত্যন্ত অন্তুষ্ট—উদ্দীপকে রাবেয়ার সাথে সাদৃশ্য কোন চরিত্রে?
উত্তর–(খ) মাদাম লোইসেল

১২| “মহাজাগতিক কিউরেটর” গল্পটিতে লেখক চেয়েছেন—
উত্তর–(ক) পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা

১৩| হায় তাত! উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তিটির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?
উত্তর–(ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা।


১৪| ঐকতান কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর–(ঘ) বিপুলা এ পৃথিবী কতটুকু জানি।

সকল বোর্ডের সমাধান করার সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া হবে। Zero Education

♥উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও—-
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই পৃথিবীর স্তনে লালিত
একই রবি-শশী মোদের সাথি।
১৫|উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে?
উত্তর–(খ) ii) মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান।
–সমাধান রমজান স্যার।

১৬| উদ্দীপকে “সাম্যবাদী”কবিতায় কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে?
উত্তর–(ক) মানুষে মানুষে সমতা

১৭| “এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
উত্তর–(গ) সুদর্শন

১৮| হে কবি,নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝায়?
উত্তর–(গ) কাব্য বা গান রচনায় সক্রিয় না হওয়া।
শুধু “নীরব” হলে ক হতো।

১৯| বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন।উদ্দীপকটির বক্তব্যে সাথে “সেই অস্ত্র” কবিতায় বর্ণিত কবিতায় কোনটি সাদৃশ্যপূর্ণ?
উত্তর–(ক) I)লক্ষ লক্ষ মানুষের পঙ্গু-বিকৃত হওয়া

২০| “আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।” এ প্রত্যাশার প্রতিফলন “আঠারো বছর বয়স” কবিতার কোন চরণটিতে ঘটেছে?
উত্তর–(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

২১| “ফেব্রুয়ারি ৬৯” কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়েছে?
উত্তর–(ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

২২| তাঁর পীঠে রক্তজবার মতো ক্ষতো ছিল” এ চরণটিতে কার পীঠের ক্ষতটিকে নির্দেশ করে?
উত্তর–(ক) কবির পূর্ব-পুরুষদের

২৩| নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতায় বর্ণনা করা হয়েছে
উত্তর–(ক) একজন সংগ্রামী মানুষের জীবন

২৪| “আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও” এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন?
উত্তর–(ক) ভালোবাসা

২৫| ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
উত্তর–(খ) উইলিয়াম ওয়াটসন

২৬| জামিল সাহেব “রায়হানকে” রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন। নিজের সন্তানের মতোই ভালোবাসতেন।কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর কুড়িয়ে পাওয়া ছেলে রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে?
উত্তর–(ক) মোহাম্মদি বেগ



২৭| “আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”সিরাজের এই উক্তির কারণ কী?
উত্তর–(গ) প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা।

২৮| মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
উত্তর–(খ) গারো পাহাড়ে
মজিদের বাড়ি নোয়াখালীতে

২৯| ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠাণ্ডা থাকুক না কেন?
উত্তর–(গ) মজিদের

৩০| “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়”….উদ্দীপকে “লালসালু”উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
উত্তর–(ক) I) শোষক,ii)স্বার্থপর

১/ চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করে না?
সাধুরা
উদ্দীপকঃ আদিব ও শফিক দুই বন্ধু । আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য।
২/ উদ্দীপকে শফিক “অপরাজিতা” গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
হরিশ
৩/ কোন কারণে উদ্দীপকের আদিব ও অপরাজিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?
I. অহমিকায়
ii. নিঃস্পৃহতায়
iii. মেরুদন্ডহীনতায়
নিচের কোনটি সঠিক?
ii & iii
৪/ “গ্রামের ছেলে গ্রামে বাস করবে।” ‘আহবান’ গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর –
ভালবাসা
৫/ “মহাজাগতিক কিউরেটর” গল্পে প্রাণের শুরু হয়েছে কোনটি থেকে?
ভাইরাস
৬/ স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের। নিজেকে “দাস” বলার পেছনে মেঘনাদেব কোন মনোভাবটি ক্রিয়াশীল?
বিনয়


৭/ ‘লোক লোকান্তর’ কবিতায় “আহত কবির গান” পঙক্তিটিতে কবি আহত কেন?
প্রিয়জন হারানোর বেদনায়
উদ্দীপকঃ মামুন, মার্টিন ও শম্ভু তিন সহপাঠী। ঈদ উপলক্ষ্যে মার্টিন মামুনের বাড়িতে যেতে পারলেও শম্ভু যেতে পারে না।
৮/ “আমার পথ” প্রবন্ধ ও উদ্দীপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে?
ধর্মীয় গোঁড়ামি
৯/ উদ্দীপকে শম্ভুর সাথে “আমার পথ” প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?
জীবন দর্শনে
১০/ কোন নদীর কাজল বুকের পলিতে গলিত হেম?
সুরমা


১১/ চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না কেন?
মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
উদ্দীপকঃ জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান।
১২/ উদ্দীপকের মুন্না “তাহারেই পড়ে মনে” কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
কবি
১৩/ উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা যুগপৎভাবে ফুটে উঠেছে –
গ) ii &


SSC biology questions leaked

The spree of SSC question paper leaks has continued, with biology questions the latest test papers made available online. The leak was confirmed when questions for the biology and economics exams proved an identical match to those circulated in advance of the exams held on Monday. It is reported that the questions for the MCQ section was leaked through WhatsApp around 8:57am on Monday. Around 9:15am, answers of the question paper were published on an answer script of the SSC exams under the Dhaka Education Board. Meanwhile, the “Ka” unit creative question paper for the subject was leaked on a WhatsApp group called “Biology” around 10:46am. With the latest development, the exams of 11 subjects reportedly saw such question leaks. Tapan Kumar, the education board’s Exam Controller, could not be reached for comment after repeated attempts. In another development, the Rapid Action Battalion has arrested four teachers and an administrator of a Facebook group from Uttarkhan, Dhaka and Gazipur for allegedly circulating SSC exam questions. A text sent by the RAB Director (media wings) Mufti Mahmud Khan confirmed the matter on Monday, but it did not provide further details about the arrestees and the raids. Sections of this article were first published on bdresultsite.blogspot.com
 

Two sets SSC question paper for ICT leaked

The question paper for the Secondary School Certificate (SSC) ICT exam on February 11 has been leaked following a recent series of SSC question paper leaks. This is the seventh question paper leak this exam session. Leaked questions for the ICT exam have been circulating on WhatsApp since Sunday morning. The question from the “Ka” set was leaked in a WhatsApp group around 8am. The questions on “Ga” set were released around 9am. After the leak, the questions quickly spread to other social media platforms. The two leaked sets were found to be an exact match with the final question papers. The exam controller of Dhaka board was contacted repeatedly but he was unavailable. Also Read- SSC question paper leak: 14 held Earlier, the questions from “Kha” set of Bangla Paper I was leaked on February 1, an hour before the exam. Bangla Paper II questions were leaked in a similar manner. The multiple choice questions of “Kha” set were leaked an hour before the exam, along with the answers. The English Paper I questions were leaked at least two hours before the exam on February 5. The questions almost exactly matched the final question paper. English Paper II was leaked 48 minutes before the exam via a WhatsApp group. On February 8, the question paper for Islam and Moral Studies was leaked prior to the exam. The questions for the Mathematics exam on February 10 were leaked as well. This article first appeared on bdresultsite.blogspot.com

Post a Comment

1 Comments

Table of Contents